কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।
- আপডেট সময় : ০১:৩১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 99
মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় হাওরের কান্দা ও খোলা মাঠ থেকে সরকারের আদেশ অমান্য করে অবৈধভাবে চলছে মাটি কাটার মহোৎসব। উপজেলা প্রশাসনের নিরব ভুকিকায় হাওরের কৃষক হতাশ।
কৃষিজমির উপরিভাগ কর্তন, অবৈধ খনন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ বিষয়ে দেশের সকল জেলা প্রশাসককে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সায়রাত অনুবিভাগ) সায়েরা আক্তারের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন জেলায় জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত না করে কিছু অসাধু ব্যক্তি ব্যক্তি মালিকানাধীন কৃষি জমির উপরিভাগ কর্তন ও খনন কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হচ্ছে, যা সরাসরি কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব ফেলছে।
নির্দেশনায় “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩”-এর ১৩ ধারা উল্লেখ করে বলা হয়, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত আবাসযোগ্য বা কৃষিজমির উপরিভাগ কর্তন করা কিংবা জমির রেকর্ডভুক্ত মালিকের অনুমতি ছাড়া জমি বালু বা মাটি দ্বারা জবরদখল করা দণ্ডনীয় অপরাধ।
আইনে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে অনধিক দুই বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে বলেও নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে।
এ প্রেক্ষিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ০৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ (২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ) তারিখে জারিকৃত এ নির্দেশনা দেশের সকল জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হয়।














