মুহাম্মদপুরে কুরআন প্রশিক্ষণার্থীদের মাঝে কুরআন, নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০৭:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / 193
শাহ মোশাহিদ আলম ফয়সলঃ
সুনামগঞ্জ পৌরসভার মুহাম্মদপুরে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে কুরআন, নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ এপ্রিল রবিবার আব্দুস সাত্তার মোঃ মামুন এর সভাপতিত্বে এবং শিশু সংগঠক শাহ মুশাহিদ আলম ফয়সল এর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্বীনি সিনিয়র মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসেন আবদুল্লাহ, আলহেরা জামেয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা বারের সহসেক্রেটারী এড. মোঃ নুরুল আলম, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, শ্রমিককল্যাণ ফেডারেশন এর সুনামগঞ্জ জেলা সেক্রেটারী কুদরতে এলাহী মারুফ, মুহাম্মদ পুর জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদ নোমান, মুহাম্মদ পুর এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী সালাহ উদ্দিন মোঃ মাহবুব, লন্ডন প্রবাসি আব্দুল কুদ্দুস মারুফ, ইঞ্জিনিয়ার মুবাশ্বির বিল্লাহ মনির, আলহেরার জামেয়ার শিক্ষক জহিরুল ইসলাম প্রমূখ।
মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ শেষে লন্ডন প্রবাসী হাবিবুর রহমানের অর্থায়নে প্রশিক্ষণার্থীদের মাঝে একটি করে পাঞ্জাবি, লুঙ্গি, টুপিসহ নগদ অর্থ, কুরআন, হাদিস, ইসলামি সাহিত্য বিতরণ করা হয়।