তাহিরপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন

- আপডেট সময় : ০৪:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
আব্দুল আলীম ইমতিয়াজঃ
তাহিরপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সেচ্ছাসেবক দলের সভাপতি আলী আহমদ মুরাদ, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, দক্ষিণ বড়দল ইউপি সাবেক চেয়ারম্যান সবুজ আলম, তাহিরপুর উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী যুবদল নেতা নাসির উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবরুল হাসান বাবলু, তাহিরপুর বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল ইসলাম, সাবেক ছাত্রদলের তাহিরপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহিরপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তোজাম্মেল হক নাসরুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসনাত রাসেল প্রমুখ।
জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জনাব মেহেদী হাসান উজ্জ্বলের পরিচালনায় ইফতার মাহফিলে জেলা ও উপজেলা নেতৃবৃন্উদ পস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-বর্তমান ফেসিবাদ সরকার পতনের আন্দোলনের মাধ্যমে বিএনপি গণতন্ত্রের পুনঃ উদ্ধার করবে ইনশাআল্লাহ।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন তাহিরপুর উপজেলার শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম।