পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

- আপডেট সময় : ০২:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সুনামগঞ্জের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
২০২১-২২ সেশনে সুনামগঞ্জ জেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের। কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সফরের কাজে মন্ত্রী মহোদয় দেশের বাহিরে যাওয়ার প্রস্তুতি নিতে আকস্মিকভাবে চলে যাওয়ায় তিনি ভিডিও বার্তার মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান, অনুপস্থিতির জন্য দু:খ প্রকাশ করেন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা রাখার জন্য আহ্বান করেন।
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সুনামগঞ্জের সভাপতি আশহার ইনতেযাম তাহবিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রজত কান্তি সোম মানস, পৌর মেয়র নাদের বখত, বিএমএ সুনামগঞ্জের সাধারণ সম্পাদক ডা. এম. নুরুল ইসলাম, বুয়েটের সহকারী অধ্যাপক ঐশী রায়, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদীন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি) নন্দিনী কর্মকার প্রাচীর সঞ্চালনায় এ সময় বক্তারা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে নিজেকে দক্ষ ও সমৃদ্ধ করে গড়ে তোলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান করেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আশফাক জাহান তানজিম এবং সংগঠন পরিচিতি তুলে ধরেন সংগঠনের মডারেটর অর্জন রায়।
বক্তাদের বক্তব্যে কর্মমুখী শিক্ষা, শিক্ষার বিস্তার ও তুলনামূলক চিত্র, সবাইকে দক্ষ হিসেবে গড়ে তুলার কথা উঠে আসে।
সংগঠনের সভাপতি সাংস্কৃতিক রাজধানী খ্যাত সুনামগঞ্জের সংস্কৃতি যুগোপযোগীভাবে ও অর্থনৈতিকভাবে লাভজনক ভাবে উপস্থাপন করার আহবান জানান এবং নিজেদের কর্মক্ষেত্র আরো সুদৃঢ় ও বিস্তৃত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে সংগঠনের সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও ফ্রি ক্লাসের জন্য সম্মাননা দেয়া হয়, উত্তর সুরমা ও গৌরারং এর আয়োজকদের, ৬৪ জেলা বই পড়া আন্দোলনের জন্য শুভেচ্ছা স্মারক দেয়া হয় স্বপ্ন-রাজ কে।