শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ১৪৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
“হাওর এলাকায় শিক্ষার বাস্তবতা: সুনামগঞ্জের গল্প” শীর্ষক” এক সেমিনার ২৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার কৃতিসন্তান, ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেসন এর অধ্যাপক ড. রফিকুল ইসলাম তালুকদার।
জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সভাপতি, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিল রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধের উপর আলোকপাত করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম মানস।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পৌর মেয়র জনাব নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ জেলা বারের সভাপতি এডভোকেট তৈয়বুর রহমান বাবুল, সাবেক জেলা সিভিল সার্জন জনাব ডা. মনোয়ার আলী প্রমুখ।