সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

- আপডেট সময় : ০৩:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২১২ বার পড়া হয়েছে
তৈয়বুর রহমান, জগন্নাথপুর থেকে:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাঠলী ইউনিয়নের সাচায়ানী নন্দীর গাঁও গ্রামের ২৬ নং সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের ভিত্তি প্রস্থর করা হয়েছে।
শহীদ মিনারের অর্থায়ন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন সাচায়ানী নন্দীর গাঁও এর কৃতি সন্তান শিক্ষানুরাগী গরীব দু:খীদের আস্থাবাজন ব্যক্তি, যুক্তরাজ্য প্রবাসী শিল্পপতি শাহ মো.আনোয়ার হোসেন।
বুধবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিবলী বেগম, সহ-সভাপতি মধু মিয়া, অভিবাবক সদস্য আব্দুল হান্নান, সাবেক সহ সভাপতি শাফিক মিয়া, সমাজ সেবজ আব্দুল কাদির, বিদ্যালয়ের শিক্ষক কবির আহমদ।
অন্যান্যদের মধ্যে সাচায়ানী গ্রামের শালিস ব্যক্তিত্ব ময়না মিয়া, অজুদ আলী, সুলেমান আলী, সমাজ সেবক নুরুল ইসলাম, দাতা সদস্য এনাম মিয়া, সেমেদ মিয়া, তখলুছ মিয়া, সমাজ সেবক মুহিবুর রহমান, বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ, গ্রামের মুরুব্বিয়ান, যুবক, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাচায়ানী গ্রামের কৃতি সন্তান শিল্পপতি শাহ মো.আনোয়ার হোসেন সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বিভিন্ন দূর্যোগে সবসময় সহযোগিতা করেছেন। আজ সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণে অর্থায়ন করেছেন। আমরা বিদ্যালয়, গ্রামবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাই। ভবিষ্যতে বিদ্যালয় ও গ্রামের উন্নয়নে অবদান থাকবে বলে আমরা আশাবাদী।
ভালো কাজ।