ছাতকে শ্রমিককল্যাণের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

- আপডেট সময় : ০১:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে
আব্দুল আলিম ইমতিয়াজ:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত ছাতক উপজেলার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা তথা রোগীর ঔষধ সহ ব্যবস্থা পত্র ও খুটিনাটি পরামর্শ প্রদান করা হয়।
চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক ডা. মোস্তফা আহমদ ও পল্লী চিকিৎসক সুজন মিয়া।
সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মিজানুর রহমান।
উপজেলা সেক্রেটারী নুর আহমদ হিরনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব।
আরো উপস্থিত ছিলেন ভাতগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার ও ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান ছায়াদুর রহমান, ৯ নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হবি,আলীগঞ্জ বাজার সিএনজি ষ্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক সভাপতি ও বাজার কমিটির সদস্যগণ, ড্রাইভার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।