সুনামগঞ্জে কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০১:১৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / 215
কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে বুধবার বিকেলে শহরের একটি মিলনায়তনে কিশোরকন্ঠ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক আব্দুল কাইয়ুম মুরাদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মেধাবী হওয়ার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে। একটি সুন্দর সমাজ বিনির্মানে মেধাবীদেরকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।
এতে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ফোরামের চেয়ারম্যান তাহমিদ আহমদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, জেলা পৃষ্ঠপোষক শামীম আহমদ, মেহেদী হাসান তুহিনসহ অন্যান্য স্কুল প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য গত মাসে কিশোরকন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়। এতে সারা জেলায় প্রায় পাঁচশত শিক্ষার্থী অংশগ্রহণ করে বুধবার পুরস্কার বিতরণীর মাধ্যমে জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়।
বিজ্ঞপ্তি