সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ।
বুধবার সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. শাহানা রব্বানী’র সভাপতিত্বে ও যুব মহিলা লীগ নেত্রী জাকিয়া সুলতানা মনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে ট্রাফিক পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পুরাতন বাস স্টেশন হয়ে আবারো ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ফৌজিআরা সাম্মী, শিলা বসু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আবেদিন, সুরভী বখত, সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, মাজেদা বেগম, সালমা বেগম, সদস্য তহুরা বেগম, জুবিলী বেগম, ডাজরিন চৌধুরী প্রমুখ।