বিএনপি-জামাতের অবরোধ জনগণ মানে না : পলিন বখত

- আপডেট সময় : ১২:৫৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেছেন, বিএনপি-জামায়াতের ডাকা তথাকথিত অবরোধ ব্যর্থ হয়েছে। দেশের মানুষ এখন হরতাল-অবরোধ চায় না। দেশের মানুষ এখন উন্নয়ন চায়।
বুধবার (৮ নভেম্বর) সকালে তৃতীয় দফায় বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্ট হয়ে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন নোমান বখত পলিন। মোটরসাইকেল শোভাযাত্রা শহরের ওয়েজখালি, পুরাতন বাসস্ট্যান্ড, ট্রাফিক পয়েন্ট, মধ্য বাজার, উকিলপাড়া, কাজিরপয়েন্ট, ষোলঘর পয়েন্ট, মোহাম্মদপুর পয়েন্ট ও হোসেন বখত চত্বর প্রদক্ষিণ করে।
নোমান বখত পলিন বলেন, উন্নয়নে বিশ্বে রোল মডেল বাংলাদেশ। দেশ এখন উন্নয়নের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দল-মত ও নির্বিশেষে এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখাতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম শেফু, দপ্তর সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুবুল ইসলাম শাহিন, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড. স্বপন রায় সপু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, শাহারুল ইসলাম আফজাল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহীন হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, পৌর আ.লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগ নেতা সঞ্জীব তালুকদার, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. শামীম আহমেদ, অ্যাড. রেখা আক্তার, অ্যাড. সজিব, অ্যাড. সাজ্জাদ, অ্যাড. তনয়, অ্যাড. রনি, অ্যাড. সোহেল, অ্যাড. জোবায়ের, অ্যাড. নূর আলম, অ্যাড. তিলক, অ্যাড. বেলাউল, অ্যাড. আরিফুর রহমান ঝিনুক, স্বেচ্ছাসেবক লীগ নেতা পল, জেলা ছাত্রলীগের সাবেক উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক প্রিয়ম দাস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোরশেদ উল আহমেদ খোরশেদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ।