সংবাদ শিরোনাম ::
কবিতা #গন্ডগোল-ইয়াকুব বখ্ত বাহলুল

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ১৭৭ বার পড়া হয়েছে
বেশি কথায় তর্ক বাজে
তর্কে লাগে প্যাঁচ,
বেশি কথায় গন্ডগোল
তর্কের নাই শেষ।
বেশি খাইলে বাড়ে মেদ
চলতে ফিরতে কষ্ট ,
বেশি মিষ্টি পেট পাকায়
আরাম করে নষ্ট।
বেশি কিছুই ভালো নয়
হয়না তাতে সুখ ,
বেশি কষ্টে যেমন করে
জলে ভাসে চোখ।
বেশি পাইতে যদি তুমি
চলো বাঁকা পথে ,
বেশি আশায় ইচ্ছে করেই
চড়লে পাপের রথে।
বেশির জন্যে চলো যদি
অন্ধ গলি পথে ,
বেশি মাশুল দিতে হবে
ফিরতে সে পথ হতে।
২৩-০২-২০২২