তাহিরপুরে ট্যুরিস্ট নৌকা শ্রমিক ট্রেড ইউনিয়নের স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

- আপডেট সময় : ১১:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে
তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুরে ট্যুরিস্ট নৌকা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
.
২৬ মার্চ বিকালে তাহিরপুর উপজেলা টুরিস্ট নৌকা শ্রমিক ট্রেড ইউনিয়নের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলার সভাপতি সালেহ আহমদ নাজির।
.
উপজেলার সেক্রেটারি আব্দুল আলীম ইমতিয়াজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি লুৎফুর রহমান দুলাল।
.
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তাহিরপুর উপজেলার উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম।
.
উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তাহিরপুর উপজেলা টুরিস্ট নৌকা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আবিকুল ইসলাম, তাহিরপুর উপজেলার কৃষি ও মৎস্যজীবী ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, তাহিরপুর সদর ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা সালাতুল্লাহ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সভাপতি শাহিন আলম প্রমুখ।
.
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমজীবী, কৃষিজীবী অনেক ভাই স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। এর একটি উদ্দেশ্য ও লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জাতির কাছে উপহার দেওয়া। আমাদের সবাইকে সেই লক্ষ্যপূরণে কাজ করতে হবে।