সুনামগঞ্জে আমরা তাহিরপুরবাসীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৫৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জে আমরা তাহিরপুরবাসীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার একটি সেন্টারে এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলাম লেখক হোসেন তওফিক চৌধুরী, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. মাহাবুবুল হাছান শাহীন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছির আলম সুবল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, বালিজুরী ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকাব উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বুরহান উদ্দিন, সমাজসেবক মোঃ ফেরদৌস আলম, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি সেলিম আহমদ, ব্যবসায়ী আব্দুস সামাদ মুন্সী, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, মেহেদী হাসান উজ্জ্বল, অ্যাড. মহসিন রেজা মানিক, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু সাঈদ, কবি মোশায়েল আহমদ, আবুল কালাম, ইকবাল নোমান, জেলা যুবদলের সহ-দপ্তর সামরুল ইসলাম, অবসর প্রাপ্ত পুলিশ সদস্য রেজওয়ান কবির, মাওলানা আবু সাঈদ প্রমুখ।
পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামবা করে মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।