সুনামগঞ্জ সদর উপজেলা দোকান শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল

- আপডেট সময় : ১১:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / 233
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ সদর উপজেলা দোকান শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আজ ২৩ রমজান প্রায় তিন শতাধিক রোজাদারের উপস্থিতিতে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র জননেতা নাদের বক্ত।
মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক শ্রমিক নেতা মাওলানা সুহেল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ শামসউদ্দিন, সুনামগঞ্জ জেলার অন্যতম উপদেষ্টা সুনামগঞ্জ সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মমতাজুল হাসান আবেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার সভাপতি এডভোকেট আবু হানিফ নোমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি আব্দুর রউফ বাহার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক লুৎফুর রহমান দুলাল।
পৌর শ্রমিক কল্যাণ ও সুনামগঞ্জ সদর উপজেলা দোকান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল হক ওলীর সভাপতিত্বে এবং সদর উপজেলা সভাপতি মাওলানা মতিউর রহমান ও ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর হোসেন এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা সোহেল আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ পৌরসভার উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলী, সুনামগঞ্জ সদর উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুল কাদির শিহাব , শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রমিক নেতা শফিউল আলম প্রমুখ।