এখনো সন্ধান মেলেনি নিখোঁজ ছাত্রশিবির নেতা নিশাতের

- আপডেট সময় : ০৪:১৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ ১৪২ বার পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি:
নিখোঁজের ২ দিন পার হয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি ছাত্রশিবির নেতা ফাহাদ আহমদ নিশাতের। তার নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, ছাতক উপজেলার চকবিরাম গ্রামের দবির মিয়ার ছেলে ছাত্রশিবির নেতা নিশাত গত ১৪জুন ২০২২ তারিখ থেকে নিখোঁজ রয়েছেন। তিনি একটি বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাড়িতে ফিরছিলেন। সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি। পুলিশের সাথে তার সন্ধানের ব্যাপারে যোগাযোগ করেও কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তার নিখোঁজের ঘটনায় পুরো পরিবারের মাঝে এক অজানা আশংকা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজনৈতিকভাবে নিশাত অত্যন্ত সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক কারণে তিনি স্থানীয় ছাত্রলীগ নেতা মঞ্জুর আলম ও তার সহযোগীদের দ্বারা সবসময় হুমকির মধ্যে থাকতেন। গত কিছুদিন আগে স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিক ও মঞ্জুর আলমের দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় লেখালেখির কারণে তাদের সাথে তার রাজনৈতিক প্রতিহিংসা চরম পর্যায়ে রূপ নেয়। তখন থেকেই তিনি বড় ধরণের ক্ষতির সম্মুখীন হওয়ার হুমকি পেয়ে আসছিলেন।
পরিবারের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা মঞ্জুর আলমকে নিখোঁজ হওয়ার পেছনে জড়িত বলে দাবি করা হচ্ছে। কারণ সে বিভিন্ন সময়ে নিশাতকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল।