তাহিরপুরে পুজামন্ডপ পরিদর্শন করেছে জামায়াত

- আপডেট সময় : ০৪:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ২১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর সদর ইউনিয়নের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দূর্গাপুজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করা হয়েছে।
আজ বুধবার বিকালে জামায়াতে ইসলামী তাহিরপুর সদর ইউনিয়ন এর আমীর সফিকুল ইসলাম ও উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সদর ইউনিয়ন এর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়।
এসময় মধ্য তাহিরপুরের রায়পারা ও কালীবাড়ী সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি সমিরন রায় লিটন, সাধারণ সম্পাদনক রতন রায়, সুর্য্যোরগাঁও কালিবাড়ি মন্দিরের সভাপতি সজল তালুকদার ও সাধারণ সম্পাদক গৌতম দাস, উজান জামালগড় সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি সুজিত সরকার ও সাধারণ সম্পাদক রয়েল রায় সহ সার্বিক দায়িত্বে থাকা পুজা উদযাপন কমিটির বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় হয়।
মত বিনিময়ে সদর ইউনিয়ন এর আমীর সফিকুল ইসলাম বলেন জামায়াতে ইসলামী সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনারা যে কোনো প্রয়োজনে জামায়াতকে পাশে পাবেন।
পুজা কমিটির পক্ষে সুজিত সরকার বলেন, জামায়াতে ইসলামী পুজা পরিদর্শন আসাতে আমরা অত্যন্ত আনন্দিত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক তৌহিদুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।