তাহিরপুরে সীডস অব সাদাকার মসজিদ উদ্বোধন

- আপডেট সময় : ০৩:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে
সীডস অব সাদাকাহ্ কতৃক মসজিদ ডেভলপমন্ট প্রজেক্ট-২ এর উদ্দোগে ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার তাহিরপুর সদর ইউনিয়ন এর চিকসা গ্রামে একটি মসজিদ উদ্ভোদন হয়।
এতে উপস্থিত ছিলেন উক্ত সংস্থার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডা. রেদোয়ানুর রহমান, কর্মকর্তা নজরুল ইসলাম, মিডিয়া এক্সিকিউটিভ মুহিবুল্লাহসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক রুকন উদ্দিন, সমাজ সেবক সালেহ আহমদ, সমাজ সেবক সফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল আলীম ইমতিয়াজসহ এলাকর গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. রেদোয়ানুর রহমান বলেন ইসলামের প্রচার ও প্রসারে মসজিদের ভুমিকা অপরিসীম। আগামী প্রজন্মকে সৎ ও মানবিক মুসলিম হিসেবে গড়ে তুলতে মসজিদ কেন্দীক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন মসজিদের রক্ষণাবেক্ষণ এবং সার্বিক পরিচালনা সুন্দরভাবে পরিচালিত হলেই মসজিদ নির্মাণের সার্থকতা ফুটে উঠবে।
আল্লাহ এই মসজিদকে দ্বীন কায়েমের একটি মারকাজ হিসেবে ক্ববুল করুন ।