সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

আব্দুল আলীম ইমতিয়াজ, তাহিরপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
তাহিরপুরের সীমান্ত এলাকা টেকেরঘাটে মাদকের ছড়াছড়ি ও মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় টেকেরঘাট সীমান্তে স্হানীয় আলেম ওলামা ও মাশায়েখদের উদ্যোগে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন মাদকের অবাধ ব্যবহারের কারণে সামাজিক অবক্ষয় ঘটছে, বর্তমান তরুণ প্রজন্মের ভবিষ্যৎ মাদকের কারণে বিপর্যস্ত। মাদকের ব্যবহার এবং এর প্রচার প্রসার রোধ করা না গেলে সমাজ বড় ধরনের ঝুকির সম্মুখীন হবে। তাই প্রশাসন সহ সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ক্বারি সুলতান আহমদ,
মাওলানা আল আমিন, মাওলানা আশরাফুল ইসলাম হাবীবী। এছাড়াও উপস্থিত ছিলেন টেকেরঘাট পাড়ি থানার এসআই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।