ঈদের আগেই শতভাগ উৎসব ভাতাসহ ৫ দাবি শিক্ষকদের

- আপডেট সময় : ০২:৪৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / 205
আমার সুনামগঞ্জ ডেস্কঃ
আসছে ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতা, সরকারি শিক্ষক/কর্মচারীদের সমপর্যায়ে বাড়িভাড়া, প্রতিষ্ঠানপ্রধান ও সহ-প্রধানদের এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ দেওয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান পরিষদের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বাবুল।
পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে—সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের মতো বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড এবং সহ-প্রধানদের সপ্তম গ্রেড দেওয়া; মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের দুটি উচ্চতর গ্রেড দেওয়ার সুষ্পষ্ট ঘোষণা দেওয়া; বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ)-এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেওয়া এবং মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দেওয়া।
লিখিত বক্তব্যে মজিবুর রহমান বাবুল বলেন, আমাদের দেশে শিক্ষাব্যবস্থার গুণগত ও টেকসই উন্নয়নের জন্য এ দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দৃষ্টিতে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ মনেপ্রাণে বিশ্বাস করে আমাদের এ দাবি-দাওয়া আদায়ের জন্য আন্দোলনের কর্মসূচি দিতে হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবিগুলো মেনে নেবেন। আমরা শিক্ষক, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানেই শোভা পায়, আমরা রাজপথে যেতে চাই না। রাজপথ আমাদের জন্য নয়। তবে আমাদের এ দাবিগুলো মেনে না নিলে দাবির পক্ষে জনমত সৃষ্টি ও দাবি আদায়ের জন্য দেশের শিক্ষক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।
তিনি কর্মসূচি ঘোষণা করে বলেন, দাবি আদায় না হলে আগামী ১১ মার্চ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ও প্রত্যেক জেলায় শিক্ষকবন্ধন কর্মসূচি পালন করা হবে এবং আগামী ১৫ মার্চ প্রতি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দাবিসমূহ বাস্তবায়নে স্মারকলিপি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- পরিষদের সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস ও সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র চৌধুরী প্রমুখ।