শান্তিগঞ্জে যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের অভিষেক অনুষ্ঠান

- আপডেট সময় : ০১:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
শান্তিগঞ্জে উপজেলা যুব জমিয়তের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় সংগঠনের উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়।
২৫ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শহীদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ সাদিকুর রহমান ও ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আনসার এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়ত সভাপতি শায়েখ মাওলানা আব্দুশ শহীদ জামলাবাদী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম, জেলা জমিয়ত সহ সভাপতি মাওলানা হোসাইন আহমদ, উপজেলা জমিয়তের যুগ্ম আহ্বায়ক মাওলানা খলীলুর রহমান, সদস্য সচিব মাওলানা কবির আহমদ খান, জেলা যুব জমিয়ত সদস্য সচিব মাওলানা সালিক আহমদ,
জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি এম আব্দুল হাফিজ,
জগন্নাথপুর পৌর জমিয়ত সদস্য সচিব মাওলানা শাহীনূর রহমান শাহীন, জেলা ছাত্র জমিয়ত আহ্বায়ক মুফতি সুহাইল আহমদ, সদস্য সচিব মারজান আহমদ, যুবনেতা ওয়েস আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক সৈয়দ ইকরামুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জমিয়ত এদেশের প্রাচীনতম শতবর্ষী ইসলামি রাজনৈতিক দল, শান্তিগঞ্জ সুনামগঞ্জ জমিয়তের উর্বরভূমি। আজকের উপস্থিতি প্রমাণ করে
শান্তিগঞ্জের মাটি জমিয়তের ঘাঁটি। আপনারা কাঁদে কাঁদ মিলিয়ে কাজ চালিয়ে যান। ইনশা আল্লাহ, আপনাদের নেতৃত্বে যে পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে কোন প্রকার ষড়যন্ত্র আপনাদের দমিয়ে রাখতে পারবেনা। ইনশাআল্লাহ!