শিশু শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার

- আপডেট সময় : ০১:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় নাজির হোসেন (২৮) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কৃত নাজির হোসেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের এরশাদ মিয়ার ছেলে। তিনি উপজেলার লামাকাটা জঙ্গলবাড়ি একটি মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
দুই শিশুশিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় শনিবার (২৬) অক্টোবর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লামাকাটা গ্রামের এক ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার এজাহার ও বাদীর সূত্রে জানা যায়, উপজেলার লামাকাটা গ্রামের ১০ ও ১১ বছর বয়সি দুই শিশুকে একই এলাকায় লামাকাটা-জঙ্গলবাড়ি একটি মাদ্রাসায় ভর্তি করা হয় ।
মাদ্রাসাশিক্ষক নাজির হোসেন দুই শিশুকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে তাদেরকে বলৎকারে বাধ্য করান।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন আইনি প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।