সুনামগঞ্জে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ গনতান্ত্রিক আইনজীবী সমিতির সুনামগঞ্জ বার ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ২টায় সুনামগঞ্জ আইনজীবী সমিতির হল রুমে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী এডভোকেট হাসান আরিফ চৌধুরী।
সংগঠনের সুনামগঞ্জ ইউনিটের সভাপতি এডভোকেট রুহুল তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট এনাম আহমদের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট শহিদুল ইসলাম চৌধুরী, এডভোকেট রবিউল লেইস রোকেস, সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু, সেক্রেটারি সেরেনুর আলী প্রমুখ।
সম্মেলনে সুনামগঞ্জ বার ইউনিটের জন্য এডভোকেট রুহুল তুহিনকে সভাপতি ও এডভোকেট এনাম আহমেদকে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এডভোকেট আফিজ মিয়া, এডভোকেট ক্ষিতিশ রায়, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আহমেদ মুজতবা রাজী, কোষাধ্যক্ষ এডভোকেট খলিল রহমান, দপ্তর সম্পাদক এডভোকেট এমরান হোসেন খান, মানবাধিকার ও লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট ফজলে আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট হিমাদ্রি শংকর তালুকদার, সমাজ কল্যান সম্পাদক এডভোকেট আবুল কাশেম, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মতিয়া চৌধুরী।
এছাড়াও সদস্য হিসেবে এডভোকেট শাহ আলম মহিউদ্দিন ও এডভোকেট সালেহ আহমদকে মনোনীত করা হয়।