সুনামগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

- আপডেট সময় : ০৭:১৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে।
শনিবার সকাল ১০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে ও সমবায় পরিদর্শক এস ডি সুব্রতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ জজ কোর্টের জিপি অ্যাডভোকেট শামসুল হক, ডিডি এনএসআই আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিশদর্শী চাকমা।
এর পূর্বে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা ওড়ানো মাধ্যমে জেলা প্রশাসক অনুষ্ঠের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত গীতা পাঠ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিত রঞ্জন সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, চন্দ্রমল্লিকার সাধারণ সম্পাদক মিজানুল হক সরকার, গ্রীণ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আব্দুস সাত্তার মো. মামুন, সুনামগঞ্জ হকার সমিতির সভাপতি শাহিনুর রহমান খোকন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিত রঞ্জন সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, চন্দ্রমল্লিকার সাধারণ সম্পাদক মিজানুল হক সরকার, গ্রীণ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আব্দুস সাত্তার মো. মামুন, সুনামগঞ্জ হকার সমিতির সভাপতি শাহিনুর রহমান খোকন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম, সমবায়
পরিদর্শক টিপু সুলেমান, দেবদ্যুতি পাল, জাহাঙ্গীর হোসেন, জালাল উদ্দিন আহমদ, সহজারী প্রশিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
পরে সফল সমবায়ী ও সংগঠনের মধ্যে ক্রেস্ট, সনদ বিতরণ অতিথিবৃন্দ।