সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ সভাপতি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০২:২১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / 124
জগন্নাথপুরে পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম (৩৭) বিকাল ৩ টায় গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা সদর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রানীগঞ্জ ইউনিয়নের ইছগাও গ্রামের নজুরুল ইসলামের পুএ শহিদুল ইসলাম।
আজ রবিবার শহিদুল ইসলাম কে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। নাশকতা এড়াতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।