সুনামগঞ্জে ব্লাডলিংক এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

- আপডেট সময় : ০৫:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাডলিংক সুনামগঞ্জের উদ্যোগে আজ আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় দিনব্যপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ব্লাডলিংক সুনামগঞ্জের এডমিন শাহ্ মুশাহিদ আলম ফয়সল এর সঞ্চালনায় উক্ত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহেরা জামেয়ার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খাঁন। সিনিয়র শিক্ষক মাওলানা মতিউর রহমান ও ডা. জসিম উদ্দিন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে প্রায় ১৭০ জন ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ব্লাডলিংক সুনামগঞ্জের এডমিন টেকনোলজিস্ট নাজমুল হাসান, এডমিন সাবিহা সুলতানা, তৈয়বুর রহমান, ইফতেখার সাজ্জাদ পিয়াল, সাহিদ হাসান ও সদস্য রুহুল আমিন, নাসরিন চম্পা, সাইমা আক্তার প্রমুখ।