সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হলেন মোঃ আনিসুল হক

- আপডেট সময় : ০২:১৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটি বাতিল করে ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর পূর্বে গত রবিবার (৩ নভেম্বর) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি বাতিল করা হয়। বাতিল হওয়া কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনকে নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে।
আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোঃ আনিসুল হক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মিজানুর রহমান চৌধুরী, অ্যাড. মল্লিক মইন উদ্দিন সোহেল, অ্যাড. শেরে নুর আলী, অ্যাড. নুরুল ইসলাম নুরুল, নাদের আহমেদ, আকবর আলী, অ্যাড. মাসুক আলম, আব্দুল মোতালেব খাঁন, রেজাউল হক, আনছার উদ্দিন, শামসুল হক নমু, আ.ত.ম মিছবাহ, ব্যারিস্টার আবিদুল হক, ফারুক আহমেদ (দক্ষিণ সুনামগঞ্জ), সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, ফারুক আহমদ (ছাতক), আব্দুর রহমান, নজরুল ইসলাম (সুনামগঞ্জ), কামরুল ইসলাম কামরুল, নাসিম উদ্দিন লালা, মো. মুনাজ্জির হোসেন সুজন, অ্যাড. জিয়াউল ইসলাম শাহিন, নজরুল ইসলাম (ছাতক), আব্দুল মুকিত, মো. শফিকুল ইসলাম, আব্দুল বারি, সিরাজ মিয়া, নুর আলী, মো: আবুর রশীদ।