সিলেট মোবাইল পাঠাগার’র ৭৭৭তম সাহিত্য আসর

- আপডেট সময় : ০৪:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / 375
মানুষের পুরো জীবনটাই একটা সাহিত্য
—প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী
আব্দুল কাদির জীবনঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিবাগীয় প্রধান ও সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী বলেন, ‘ মানুষের পুরো জীবনটাই একটা সাহিত্য। নিজের অনুভূত সময়টাকে অন্যজনের জন্য অনন্য করে তোলার মাধ্যমই সার্থকতা। প্রতিটি মানুষই মেধা নিয়ে জন্মে। এই মেধাকে লালল করতে মোবাইল পাঠাগারের মতো সাহিত্য প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।’
‘সৃষ্টির উল্লাসে মাতুক প্রাণের প্রপাতে প্রাণ’ স্লোগানে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত সিলেটের দুই দশকের প্রাচীন সাহিত্য সংগঠন সিলেট মোবাইল পাঠাগারের আনন্দ ভ্রমণ ও ৭৭৭ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে তিনি এসব কথা বলেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর হযরত শাহ সুন্দর (রহ.) মাজার রোড, পীরের বাজার, টিকর পাড়া বাগান বাড়ি সিলেটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট মোবাইল পাঠাগারের সভাপতি ও সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি বিশিষ্ট সংগঠক অধ্যাপক দেওয়ান এ. এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, বিশিষ্ট কবি কালাম আযাদ, কেমুসাস ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ যাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার।
সিলেট মোবাইল পাঠাগারের সহ সাধারণ সম্পাদক ও সিলেট মোবাইল পাঠাগারের ‘আনন্দ ভ্রমণ ও ৭৭৭ তম সাহিত্য আসর’ উদযাপন কমিটির আহবায়ক কবি ইশরাক জাহান জেলী ও উদযাপন কমিটির সদস্য সচিব ও সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য ছড়াকার আবদুল কাদির জীবন’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট গল্পকার সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক আবদুল কাদের তাপাদার, এডভোকেট আব্দুল মুকিত অপি, কবি নাজমুল আনসারী, সিলেট মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কবি মোশতাক চৌধুরী, গীতিকার মোয়াজ আফসার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য ও লেখাপাঠে অংশগ্রহণ করেন, কবি সুফিয়া জমির ডেইজি, ঔপন্যাসিক আলেয়া রহমান, নাট্যকার ছয়ফুল আলম পারুল, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ, কবি শিপারা শিপা, কাউসার জাহান লিপি, কবি ফাহমিদা চৌধুরী, কবি জুবের আহমদ সার্জন, কবি সাজিদুর রহমান, কবি অনিন্দ্য মোস্তাক, প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দ, কবি সৈয়দ রেজাউল হক, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, আফিয়া সুলতানা, লেখক সৈয়দা দিবা, সুরকার আব্দুর রহমান পারভেজ, কবি লাহিন নাহিয়ান, আহমেদ সোহান, জোবায়দা বেগম আঁখি প্রমূখ।
অনুষ্ঠানে কবিতা-ছড়া, গল্প-প্রবন্ধ, ও গান তিনটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কবিতায় ১ম স্থান অনিন্দ্য মোস্তাক, ২য় স্থান আলেয়া রহমান ও ৩য় স্থান অর্জন করেন কামাল আহমদ। প্রবন্ধে শামসীর হারুনুর রশীদ। গান প্রতিযোগিতায় ১ম স্থান আব্দুর রহমান পারভেজ, ২য় স্থান মনোয়ার হোসেন আব্দাল, ও ৩য় স্থান অর্জন করেন সাজিদুর রহমান।
অনুষ্ঠানে কবি শিপারা শিপার রচিত ‘ভোরের আকাশ’ ও কবি কাউসার জাহান লিপি রচিত ‘আয়নার রাতনি’ দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।