সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় আওয়ামী লীগ নেতা তৈমুর আহমেদ গ্রেফতার

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা থেকে
- আপডেট সময় : ০২:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে তৈমুর আহমেদ (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তৈমুর ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের মৃত আমিদ মিয়ার ছেলে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন,গত ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে তৈমুরের বিরুদ্ধে মামলা হয়েছিল। বিশেষ অভিযান চালিয়ে তৈমুর আহমেদ কে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসির কাছে প্রেরণ করা হবে।