পূর্ব শত্রুতার জেরে দোয়ারাবাজারে কিশোরকে হত্যা, আসামী ধরাছোঁয়ার বাইরে
																
								
							
                                - আপডেট সময় : ০৩:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
 - / 188
 
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হরিপদ নগর (ইসলাম নগর) গ্রামের জাহির আলীর পুত্র দিলমান হোসেন (১৫) হত্যা মামলার আসামিদের কেউ গ্রেফতার হয়নি। ঘটনার ৩১ দিন পার হলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের অবস্থানও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
অভিযোগে জানাযায় গত (১অক্টোবর ২০২৪)সকাল ১০ টার দিকে বাড়ির পশ্চিমে দেখার হাওরে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র জুনেদ মিয়া (২৪) ও নিহত দিলমান হোসেন হাঁস ছড়াইতে ছিলেন। একটি হাঁসের মালিকানা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় একপর্যায়ে জুনেদ মিয়া ও তার পরিবারের লোকজন মিলে নিহত দিলমান ও তার ভাই আরমান কে দেশিয় অস্ত্র দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর সিলেট এম এ জি ওসমানী ম্যাডিকেল কলেজ হাসপাতালে মারা যান দিলমান হোসেন (১৫)।
গত ৫ অক্টোবর সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ৬ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা করেন নিহতের ভাই রোমান আহমেদ নোমান। যার থানার মামলা নং-৫/১৩১।
আসামিরা হলেন,উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হরিপদ নগর (ইসলাম নগর) গ্রামের আব্দুল কাইউমের পুত্র জুনেদ মিয়া (২৮) ও জুবেদ মিয়া (২৪) মৃত খোয়াজ আলীর পুত্র আব্দুল কাইয়ুম (৫৫),আব্দুল করিম (৪৫),আব্দুর রহিম (৪২),আব্দুর রহমান (৩২)।
নিহত দিলমান হোসেন একই এলাকার জাহির আলীর পুত্র। পেশাগত সে দিনমজুর ছিলেন একমাত্র উপার্জনকারী দিলমান হোসেনকে হত্যার পর পরিবারে চরম দুর্দিন যাচ্ছে।অসহায়ত্ব দেখা দিয়েছে পরিবারের। অভাব-অনটনের দিন কাটছে বলে জানান তার পরিবার।
এলাকাবাসী জানান এটি পরিকল্পিত হত্যা। হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার ও শেল্টারদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)জাহিদুল হক বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের আন্তরিকতার কোন ঘাটতি নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অভিযান অব্যাহত আছে। অবস্থান নিশ্চিত হয়ে খুব সহসাই আসামিদের গ্রেফতার করা হবে বলে জানান ওসি।
																			
										















