ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আব্দুস সালামের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ

- আপডেট সময় : ০৪:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আব্দুস সালাম আজাদ’র ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে সুনামগঞ্জের ছাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ শিবিরের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ শাখার সভাপতি মাহমুদুল বারী চৌধুরী মুছাদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি মতিউর রহমান’র পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক আব্দুল মমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কলেজ সভাপতি আবুল বাশার, ছাতক উপজেলা পূর্ব আদর্শ শাখার ছাত্রকলাণ সম্পাদক তাজুল ইসলাম এবং স্কুল কার্জকম সম্পাদক আলমগীর মিয়া, ছাত্রনেতা জুবায়ের আহমদ শুভ, ইমন আহমদ, মাহফুজ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সাবেক শিক্ষার্থী শহীদ আব্দুস সালাম আজাদ ১৯৮৮ সালের এই দিনে (৭ নভেম্বর) আওয়ামী সন্ত্রাসীদের হামলায় তিনি শাহাদাত বরণ করেন।
আব্দুস সালাম আজাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২৩তম শহীদ।