বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী

- আপডেট সময় : ০১:৩৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
জগন্নাথপুরের পাঠলী ইউনিয়নের বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর উদ্যোগে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২৪ নং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ (৭নভেম্বর) বৃহস্পতিবার সংগঠনের অন্যতম উপদেষ্টা আলিম উদ্দিনের সভাপতিত্বে ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক তাহসান আহমদ ইমনের সঞ্চালনায় অক্টোবর মাসের মাসিক সাংস্কৃতিক অনুষ্টান ও মাসিক সর্বোচ্চ উপস্থিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্টানে প্রাক প্রাথমিক শ্রেনি থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত তিনটি গ্রুপে বিভক্ত করে সাধারণ জ্ঞান, সুন্দর হাতের লেখা ও দেশাত্মবোধক গান প্রতিযোগীতা অনুষ্টিত হয়।
অনুষ্টান শেষে প্রত্যেক ইভেন্টে তিনজন করে বিজয়ী ও মাসিক ক্লাসে সর্বোচ্চ উপস্থিত হওয়া শিক্ষার্থীদের মোট ৩৭ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।
উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন, সংগঠনের অন্যতম উপদেষ্টা আলিম উদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ( ভারপ্রাপ্ত) মোছা: জিরিনা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য আরজু মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান হবিবুল, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগম, সহকারী শিক্ষক রাহুল কান্তি পাল, খন্ডকালীন শিক্ষিকা রিমা বেগম, কার্যকরী সদস্য রাজু মিয়া ও রায়হান আহমদ সহ আরো অনেকে।
অনুষ্টানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যরা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।