সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

- আপডেট সময় : ১০:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / 167
সুনামগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ শরীফুল আবেদীন কমল এর বিরুদ্ধে কর্মচারীদের বেতন বাতা ও অন্যান্য উৎসব ভাতা আত্মসাৎ এর প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২) অক্টোবর বিকাল ৩ ঘটাকায় সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাস্থ্য সহকারী ফরিদুল ইসলাম সোহেল এর পরিচালনায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারী শহিদুল কবির চৌধুরী, মানবিন্দু তালুকদার পিনু,সমাজ সেবক মুজাহিদুল ইসলাম মজনু,মানবাধিকার কর্মী রিপন জামান সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন ভুক্তভোগী কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন বিগত ফ্যাস্টিস্ট সরকারের আজ্ঞাবহ আদেশে নিয়োগ পান দূর্নীতিবাজ কর্মকর্তা শরীফুল আবেদীন কমল। তিনি কর্মচারীদের বেতন ভাতা,হিন্দু কর্মচারীদের গত দূ্গোৎসব বোনাস না দেওয়া সহ ইউনিসেফ কতৃক কর্মচারী প্রণোদনা ভাতা ভূয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেন।
তারা আরো বলেন আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা এবং প্রত্যাহারের দাবি জানাই।