ধর্মপাশায় ইঁদুর মারার বিষ খেয়ে স্কুল ছাত্রের মৃত্যু

- আপডেট সময় : ১১:৫৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
ধর্মপাশায় ইঁদুর মারার বিষ খেয়ে দশম শ্রেণিতে পড়ুয়া ঝলক তালুকদার (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে এঘটনা ঘটে। ঝলক তালুকদার ঐ গ্রামের নিশি কান্ত তালুকদারের ছেলে। সে উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিক্ষার্থীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গাবী গ্রামের ঝলক তালুকদার বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিল। গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে নিজ বসতঘরে রাখা ইদুর মারার বিষ খেয়ে সে ছটফট করতে শুরু করে। পরে তাঁকে ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, খবর পেয়ে ওইদিন বিকেলে থানার এসআই বদিউজ্জামান কে গাবী গ্রামে পাঠানো হয় এবং লাশের সূরতহাল প্রতিবেদন তৈরি করা হয। এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই গ্রহণের আবেদন করায় স্কুল ছাত্রের লাশটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।