জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা লুৎফুর রহমান

- আপডেট সময় : ০২:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / 246
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত
২০২৫-২০২৬ সেশনের জন্য জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর হিসাবে পূন:নির্বাচিত হয়েছেন মাওলানা লুৎফর রহমান।
নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল কবির।
আজ বৃহস্পতিবার উপজেলা জামায়াতের অস্হায়ী কার্যালয়ে উপজেলা আমীর মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় অনুষ্টিত উপজেলা আমীর নির্বাচিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদের সদস্য মাষ্টার আবু তাহিদ, লুৎফর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি ব্যাংকার দিলোয়ার হোসেন, আইজিডব্লিউএফ-এর উপজেলা সভাপতি ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, এইচ আরডি উপজেলা সভাপতি আবুল হোসাইন মো: ওয়ালী উল্লাহ, বায়তুলমাল সম্পাদক হোসাইন আহমদ, পৌর সভাপতি আব্দুল কাইয়ুম, আতুকুর রহমান, মাষ্টার বিল্লাল হোসেন, এনামুল হক, বেলায়েত হোসেন গোলজার,ব্যাংকার ওয়াহিদুল ইসলাম প্রমূখ।
পরে ভোটারা তাদের ভোট গোপন ব্যালটের মাধ্যমে প্রয়োগ করেন এবং নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল কবির ভোট গননা শেষে মাওলানা লুৎফর রহমানকে আগামী ২ বছরের জন্য উপজেলা জামায়াতের আমীর হিসাবে দায়িত্ব পালন করার জন্য নাম ঘোষণা করেন।