সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত

আব্দুল আলিম ইমতিয়াজ, তাহিরপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে
তাহিরপুরে অটোরিকশা দূর্ঘটনায় এক শিশু নিহত এবং অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছে। আহত অটোরিকশা চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (১৭) নভেম্বর ২০২৪ বিকাল ৬ ঘটিকায় তাহিরপুর সদরের ভাটি তাহিরপুর এলাকায়
তাহিরপুর-গোবিন্দশ্রী রোডে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ফারিহা (৬) রাস্তা পার হচ্ছিল। এসময় একটি অটোরিকশা এসে ফারিহাকে ধাক্কা দেয়। উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় অটোরিকশা চালক অনিকে (১৮) গুরতর আহত অবস্থায় তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহত ফারিহা উপজেলার পাঠাবুকা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। সে তার নানার বাড়ি ভাটি তাহিরপুরে বেড়াতে আসছিল।