সংবাদ শিরোনাম ::
কবিতা #মৃত্যুর প্রতিধ্বনি-বাবুল মিয়া

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ২২১ বার পড়া হয়েছে
মৃত্যুর প্রতিধ্বনি
——বাবুল মিয়া
আমি ক্ষণে ক্ষণে শুনি
মৃত্যুর প্রতিধ্বনি।
জীবনে যাহা করিয়াছি অর্জন,
হিসাব কষে দেখি সবই নিষ্ফল।
না বুঝে করিয়াছি কত রাত পার,
পূণ্যের বদলে গুণাহের সমাহার।
জীবনের শেষ প্রান্তে ঝুলে আছে প্রাণ,
করজোড়ে চাইছি দয়া অহে সুমহান।
জগৎ ঘুরিয়া দেখিয়াছি আমি,
তুমি বিনে সকলি পর ওগো অন্তর্যামী।
আমার কর্মে আমি দোষী জীবন পরবাসে,
আমার কষ্টে আমি কাঁদি আর সকলে হাসে।