আজিমশাহ পালপুরকে হারিয়ে ইয়াং সোসাইটি রামপুর চ্যাম্পিয়ন

- আপডেট সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
ছাতকে জটি এলিভেন স্টার ফুটবল ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জটি খেলার মাঠে টুর্নামেন্টের এ ফাইনাল অনুষ্ঠিত হয়।
ইয়াং সোসাইটি রামপুর ও আজিমশাহ ফুটবল একাদ্বশ পালপুরের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ট্রায়ব্রেকারে ৩-৪ গোলে পালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রামপুর ইয়াং সোসাইটি।
পালপুর ও রামপুর দোলারবাজার ইউনিয়নের পাশাপাশি গ্রাম। এর আগে নির্ধারিত সময়ের প্রথমার্ধে রামপুরের জালে প্রথম গোলটি করেন আফরোজ। এর কিছু সময় পর রামপুর ইয়াং সোসাইটির পক্ষে পালপুরের জালে দুটি গোল করেন ওপি খান। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের দুই মিনিট হাতে থাকতে ঘানার সামসিরের গোলে সমতায় ফিরে। রেফারি মিলন খানের শেষ বাঁশিতে ম্যাচটি ট্রায়ব্রেকারে গড়ায়।
এদিকে, ম্যাচের শুরুতে মুরব্বি তোফায়েল আহমদ আনা মিয়ার সভাপতিত্বে ও আবদুল মোমেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ফাইন্যাল ম্যাচের উদ্বোধন করেন, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক শাহ শফিকুল আলম মতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্রীড়াবিদ হিজবুল বারী শিমুল, স্থানীয় মর্যাদ গ্রামের মুরব্বি আজর আলী, পালপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য হাফিজ আবদুল জলিল, কল্যাণপুর গ্রামের মবাশ্বির আলী, বারগোপী গ্রামের নিজাম উদ্দিন, লক্ষিপাশা গ্রামের নুর মিয়া, মুক্তারপুর গ্রামের রাকিম আলী, জটি গ্রামের রইছ আলী, রামপুর গ্রামের নিজাম উদ্দিন মেম্বার। এসময় জটি এলিভেন স্টার ফুটবল ক্লাবের শহিদ মিয়া, জিয়াউল, নজরুল, বাবলু, ফারুক মিয়া, সায়েক আহমদ, সালা উদ্দিন, আলী আহমদ, বদরুল আমীনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ ও এলাকার ক্রিড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচের প্রথম পুরস্কার দাতা যুক্তরাজ্য প্রবাসী মিঠু রহমান ও দ্বিতীয় পুরস্কার দাতা আয়ারল্যান্ড প্রবাসী সেলিম উদ্দিনসহ জটি এডুকেশন ট্রাস্ট ইউকের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন জটি এলিভেন স্টার ফুটবল ক্লাবের সদস্যরা। শেষে অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন ও রানার আপ ফুটবল ক্লাবের মাঝে পুরস্কার তুলে দেন।