মধ্যনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা
- আপডেট সময় : ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
মধ্যনগর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মিডিয়া কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধিসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় মধ্যনগর উপজেলার বিভিন্ন দপ্তরিক সমস্যা শিক্ষা চিকিৎসা যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
এসময় অবহেলিত মধ্যনগর উপজেলার উন্নয়নে কাজ করার জন্য সকলের নির্দেশনা ও সহযোগিতার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।
মতবিনিয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো: সজীব রহমান, মধ্যনগর সমাজ সেবা অফিসার তৌহিদ ইসলাম, মধ্যনগর সোনালী ব্যাংক কর্মকর্তা দীপংকর তালুকদার, মধ্যনগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, যুবদল নেতা সাজিবুল হক, মানবাধিকার ও সংবাদ কর্মী আসরাফ উদ্দিন হিল্লোল, মিডিয়া কর্মী এম এ মান্নান, আতিক ফারুকী, আতাউর বাশার প্রমুখ।