সংবাদ শিরোনাম ::
তাহিরপুরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ
প্রকল্পের কমিটি গঠনে দরখাস্তের আহবান

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর রক্ষা বাঁধের ভাঙন বন্ধকরণ ও মেরামত কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ্যে দরখাস্ত আহবান করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
আগামী ২৯ নভেম্বরের মধ্যে উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতির বরাবর দরখাস্ত দাখিল করার জন্য নোটিশে বলা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, তাহিরপুর উপজেলার শনি, মাটিয়ান, মহালিয়া ও বর্ধিত গুরমা হাওরের বাঁধ নির্মাণ কাজের ভূমি জরিপ কাজ অত্যাধুনিক প্রযুক্তির সার্ভে আরটিকেমেশিন দ্বারা সম্পন্ন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে যথাসময়ে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে তিনি জানান