জগন্নাথপুর যুব জমিয়তের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় সংগঠনের নবনির্বাচিত সভাপতি মাওলানা সৈয়দ হাবিব ছালেহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলীল এর পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুর রাহমান জুয়েল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ত্বাহা হোসাইন।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ সাঈদ আহমদ, প্রচার সম্পাদক সাবেক সভাপতি মাওলানা মাহিদুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন- শাখার সহ সভাপতি মাওলানা বায়জিদ আহমদ, সহ সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রাসেল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আখলাক আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফিজ ইব্রাহিম খলিল, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ খোকন আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ইয়াহিয়া মাহমুদ, সহ প্রচার সম্পাদক মাওলানা সৈয়দ ইয়াহিয়া, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, পাঠাগার সম্পাদক হাফিজ মোশাররফ আলী, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ রাইয়্যান হাসান হাম্মাদ, দায়ী সম্পাদক মাওলানা কাউছার আহমদ, আব্দুল হালিম প্রমুখ
অনুষ্টানে সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ত্বাহা হোসাইন সবাইকে শপথ বাক্যে পাঠ করান। এছাড়াও নবনির্বাচিত কমিটির কার্যক্রম পরিচালনায় নির্বাহী বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।