সংবাদ শিরোনাম ::
ছাতক থানা পুলিশের অভিযানে ৩৯ বোতল মদসহ গ্রেফতার ২

ছাতক প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ছাতক থানার খারগাঁও গ্রামের আতিকুর রহমান (৫০) ও নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মন্ডলীভোগ এলাকার মোশারফ হোসেন (৪২)।
শুক্রবার (২২ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত সাড়ে ৮টার দিকে ছাতক থানাধীন মন্ডলীভোগ এলাকার কালিবাড়ি মন্দির সংলগ্ন রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২৫ বোতল KINGFISHER STRONG, ০৯ বোতল MAGIC MOMENTS ও ০৫ বোতল MC DOWELLS নামক মদ উদ্ধার করা হয়।
অভিযানটি ছাতক থানার এসআই মোঃ ইমরান তালুকদারের নেতৃত্বে পরিচালিত হয় এবং এতে সঙ্গীয় ফোর্স সাথে ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।