পাতাড়ী সমাজকল্যাণ সংস্থার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে তাহিরপুরে পাতাড়ী সমাজকল্যাণ সংস্থার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়।
পাতাড়ী সমাজকল্যাণ সংস্থার সভাপতি আলী মর্তুজা তত্ত্বাবধানে পরীক্ষা হল পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী মূরশেদা বেগম, সিনিয়র সদস্য আলী আক্তার, অর্থ সম্পাদক হিফজুর রহমান, প্রচার সম্পাদক ডা. ফয়েজ আহমদ নুরী, সদস্য দোলেনা বেগম, একরামুল হুদা, কয়েস আহমদ, হোসাইন আহমদ, সোহাগ মিয়া প্রমুখ ।
এছাড়াও বালিজুরি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিভাবক ও শিক্ষার্থীরা জানাযন, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তোষ প্রকাশ করেন।