বুড়িস্থল গ্রামের পাশ থেকে ময়লার বাগার অপসারণের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৪:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন এর বুড়িস্থল গ্রামের পাশ থেকে ময়লার বাগার সরানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩) নভেম্বর সকাল ১১টায় ময়লার স্তুপের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জমায়াতের নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ ফেদাউর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এড. জয়নুল হোসেন রুবেল, এড. তায়েফ আল মাসুম, ব্যবসায়ী জহিরুল ইসলাম, আল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার দুইটি ইউনিয়নের অসংখ্য ছাত্র- ছাত্রী সহ সহস্রাধিক মানুষের যাতায়াত একমাত্র এই রাস্তা দিয়ে। ময়লার বাগারের কারণে মানুষ বিভিন্ন রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছে।
তারা অনতিবিলম্বে পৌর কতৃপক্ষের নিকট এই স্থান থেকে ময়লা সরিয়ে পরিবেশ সুন্দর করার দাবি জানান।