ছাতক অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- আপডেট সময় : ০৯:২৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২ ১৫৭ বার পড়া হয়েছে
ছাতক প্রতিনিধিঃ
ছাতক অনলাইন প্রসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাতকে অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনাামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক।
ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈনউদ্দীন আহমদ, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী, যুক্ত রাজ্য টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ও কেন্দ্রীয় জাতীয় পার্টি নেতা রুহুল আমিন, সুনামগঞ্জ জর্জ কোর্টের এ পি পি অ্যাডভোকেট সায়াদুর রহমান ছায়াদ, এসআরডিএস’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শামছু মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তজমুল আলী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, জাপা নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, রাজনীতিবিদ আশরাফুজ্জামান ভূইয়া, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাসান, আওয়ামী লীগ নেতা মিনহাজুর রহমান তাপস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, সাইফ উদ্দিন, ইশতিয়াক রহমান তানভির, আব্দুল মুনিম, ইকবাল হোসেনসহ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।