ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাহিরপুরে স্মরণ সভা

- আপডেট সময় : ০২:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
তাহিরপুরে২০২৪ এর জুলাই- আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিততে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকাল ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা জামায়াতে আমির অধ্যাপক রুকন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রিয়াদ হাসান, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম , সমবায় অফিসার আশীষ আচার্য্য, তাহিরপুর সদর ইউনিয়ন এর চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান আলী হায়দার,জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সদর ইউনিয়ন জামাতের আমীর সফিকুল ইসলাম, সাংবাদিক এস এম মিজানুর রহমান, তৌহিদুল ইসলামসহ বৈষম্য বিরোধী আন্দোলনে সংশ্লিষ্ট ছাত্র / ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় আহত পরিবারের সদস্যদের সার্বিক খোজ-খবর সহ তাদের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়।
আলোচনা সভায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।