হাওড়ে একশ বছর এবং আমাদের করনীয় শীর্ষক কর্মশালা

- আপডেট সময় : ০২:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
হাওরে একশ বছর এবং আমাদের করনীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮) নভেম্বর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ হাওর ও জলাশয় উন্নয়ন অধিদপ্তরের উদ্দ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রেজেন্টেশন এর মাধ্যমে করনীয় শীর্ষক আলোচনা করেন, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আখতারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সদর ইউপি জামায়াতের আমীর সফিকুল ইসলাম, উপজেলা কৃষকদল সহ সভাপতি এমদাদুল হক, ইউপি সদস্য মোজাম্মেল হক নাসরুম, সমাজকর্মী মিজানুর রহমান, যায়যায়দিন প্রতিনিধি বাবলু হাসান, সংগ্রাম প্রতিনিধি মু তৌহিদুল ইসলামসহ উপজেলার কৃষকদল, শ্রমিকদল সহ হাওর পাড়ের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আখতারুজ্জামান বলেন, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ পরিবেশ সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রাকৃতিকভাবে মৎস অভয়ারণ্য ও প্রাকৃতিক বনজ গাছগুলো রক্ষণাবেক্ষণে পরিকল্পিত উদ্দ্যোগ নিতে হবে।
এছাড়াও মুক্ত আলোচনায় অংশ নিয়ে হাওরে পরিকল্পিত বাঁধরক্ষা, ধান সংগ্রহের জন্য পরিকল্পিত সড়ক, পর্যটন শিল্প সম্প্রসারণে কল্পিত উদ্যোগ, পানিতে বিভিন্ন কীটনাশক ব্যাবহারের কুফল সহ হাওরাঞ্চলের উন্নয়নে টেকসই প্রকল্প নিয়ে বিস্তর আলোচনা করা হয়।