চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবীতে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৩:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও বাংলাদেশে উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ও নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টায় ইনাতগঞ্জ পশ্চিম বাজার থেকে বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ শেষে আলীগঞ্জ বাজারে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন, মোস্তফাপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুন নূর, জগন্নাথপুর উপজেলা জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার শিক্ষা মাওলানা আব্দুর রব বিতঙ্গলী, ইনাতগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি গোলাম জিলানী, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফয়জুর রহমান, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার সহকারী শিক্ষা সচিব মুফতী নোমান আহমদ, ইনাতগঞ্জ ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিজ শামীম আহমেদ, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা আশরাফ আলী, হাফিজ আলবাব আহমদ ও মাওলানা ফাহাদ আহমদ প্রমুখ।
সহস্রাধিক মুসলিম জনতার অংশ অগ্রহনে মিছিল পরবর্তী সমাবেশ থেকে অবিলম্বে অ্যাডভোকেট আলিফের খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি ও বাংলাদেশ থেকে ইসকম নিষিদ্ধের দাবি জানানো হয় ।