ইসলামী ছাত্র মজলিসের মিছিল সমাবেশ

- আপডেট সময় : ০১:৪৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / 143
চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ ইসলামী ছাত্র মজলিস।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক আলীর সভাপতিত্বে এবং জুবায়ের নাবিলের সঞ্চালনায় বক্তারা বলেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারকে কেন্দ্র করে ইসকন সমর্থকরা আলিফকে হত্যা করেছে। এসময় বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা ওয়ারিস উদ্দিন, সহ সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন ইমন, সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, আবুল বাশার, মাওলানা আব্দুল খালিক, সহ সাধারণ সম্পাদক ডাক্তার আতাউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক, সজকল্যাণ সম্পাদক হাফিজ ফেদাউর রহমান, প্রচার সম্পাদক মাওলানা ছমির উদ্দিন ছালেহ, নির্বাহী সদস্য মাওলানা রহমত আলী, মাওলানা আমিরুল হক, হাফিজ মাওলানা তাজুল ইসলাম আল হাবীব, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।