শান্তিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

- আপডেট সময় : ০৬:৫১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / 68
শান্তিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০১৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এনজিও সংস্থা পদ্মা, আরপিডব্লিউএস, উপমা ও ইউইআরডির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
এনজিও সংস্থা উপমার নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরীর সভাপতিত্বে ও পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদূর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, আরপিডব্লিউএসের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, ইউইআরডির নির্বাহী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ৷ এসময় উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগীরা উপস্থিত ছিলেন।