সংবাদ শিরোনাম ::
নিত্যপণ্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাব’র মানববন্ধন, র্যালি ও স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:২০:০০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
দুর্নীতিবাজ ব্যবসায়ীদের মূল্য কারসাজি ও অতিরিক্ত মুনাফার কারণে আলু-পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং খোলা ভোজ্য তেল ড্রামে বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর উদ্যোগে ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় মহাপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরাবর স্মারকলিপি প্রধান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান আসাদ জামান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবিনসহ প্রমুখ।